গাজীপুরের টঙ্গীতে ছুঁরিকাঘাতে সোর্স খুন 351 0
গাজীপুরের টঙ্গীতে ছুঁরিকাঘাতে সোর্স খুন
নজরুল ইসলাম,টঙ্গী থেকে:
টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় অজ্ঞাত নামা দূর্বৃত্তরা এলোপাথারী ছুঁরিকাঘাত করে জাকির হোসেন (৬৫) নামে ডিবি পুলিশের এক সোর্সকে খুন করেছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ খুন হওয়া ওই সোর্সের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জানা যায়, জাকির বরিশাল বরগুনা জেলার সদর থানার পাগরকাছিয়া গ্রামের মৃত আব্দুল আলী রমিজের ছেলে।সে পূবাইলের হারবাইদ গ্রামে বাস করে ঢাকা-গাজীপুরে ডিবি পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। বিবাহিত জীবনে প্রথম স্ত্রী নূর-জাহানের ঘরে ১ ছেলে ও ১ মেয়েসহ দ্বিতীয় স্ত্রী লাইলীর ঘরে ১১ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টায় সে টঙ্গীর মরকুন পশ্চিপ পাড়ায় গেলে কতিপয় দূর্বৃত্তরা তাকে ধরে দুই পায়ের উরুতে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ছুঁরি দিয়ে আঘাত করে গুরতর আহত অবস্থায় ফেলে যায়।পরে টঙ্গী জিআরপি বস্তির লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করেন।